রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে চার হাজার ৯৫৫টি ইয়াবা বড়ি, ৫৮০ গ্রাম হেরোইন, ৭৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও ৫৬ দশমিক ৪১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ১০ ডিসেম্বর সমাবেশস্থল: ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির ২ সদস্যের প্রতিনিধি দল
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গোয়েন্দা শাখা (ডিবি) ও স্থানীয় থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪৫টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার