পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।
গত ৮ আগস্ট বিএসইসি তার নিয়োগ অনুমোদন করে। তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর পরবর্তী তিন বছরের জন্য তাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: আলু, পেঁয়াজ, চিনি, সয়াবিন ও ডিমের দাম নির্ধারণ করেছে সরকার
তারিক আমিন ভূঁইয়া ২০২২ সালের ২৩ আগস্ট তার পদত্যাগপত্র জমা দেন। এর আগে অধ্যাপক স্বপন কুমার বালা (প্রয়াত), কেএএম মাজেদুর রহমান ও কাজী ছানাউল হক ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: আগামী জানুয়ারির মধ্যে টিসিবির স্মার্টকার্ড বিতরণ করা হবে: বাণিজ্যমন্ত্রী