ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এবং বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক আবু হেনা এমরুল কায়েশ যথাক্রমে ২০২৩ সালের জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিসিএবি)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদক মীর মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিক্যাবের সহ-সভাপতি এবং এটিএন নিউজের চিফ অব করেসপন্ডেন্ট আশিকুর রহমান অপু যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পদাধিকারীরা হলেন কোষাধ্যক্ষ আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) ও দপ্তর সম্পাদক মোরশেদ হাসিব হাসান (চ্যানেল ২৪)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসি সদস্য নির্বাচিত হয়েছেন খুররম জামান (বার্তা২৪.কম), নাফিজা দাওলা (ইন্ডিপেনডেন্ট টিভি), রবিউল হক (দ্য ইন্ডাস্ট্রি), শেখ শাহারিয়ার জামান (বাংলা ট্রিবিউন) ও তৌহিদুর রহমান (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক ফরিদ হোসেন।
দুই নির্বাচন কমিশনার- ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ এবং মাছরাঙা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা উপস্থিত ছিলেন।
এর আগে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন রেজাউল করিম লোটাস।
ডিক্যাব-এর বিদায়ী সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন এবং কোষাধ্যক্ষ আহসান জুয়েল এজিএম-২০২২-এ তাদের প্রতিবেদন উপস্থাপন করেন।