ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে মঙ্গলবার আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সংস্থাটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরা, মিরপুর, বাড্ডা, আসাদ এভিনিউ এবং গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করা হয়।
অভিযানকালে মিরপুর ও গুলশানের বিভিন্ন স্থাপনা ও নির্মাণাধীন এলাকায় এডিস মশার লার্ভার অস্তিত্ব খুঁজে পাওয়ায় ১৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যাদের মধ্যে ২৯৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।