ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে বুধবার টানা পঞ্চম দিনের মতো পাঁচটি ওয়ার্ডে সকাল থেকে মশা নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
অভিযানে ডিএনসিসির পাঁচটি অঞ্চলে মোট ২ হাজার ১৫০টির অধিক বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।
এ সময় বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, স্থাপনা ও পরিত্যক্ত জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ১২টি মামলায় মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, চলমান চিরুনি অভিযানসহ ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১০ মে থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।