রাজধানীর ইনোনটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ড. আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।
আরও পড়ুন: দুর্নীতির খবর যেন ধামাচাপা দেওয়া না হয়: দুদক চেয়ারম্যান
আসামিদের মধ্যে জনতা ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক পরিচালক ও ব্যবস্থাপনা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় ঋণের অর্থ আত্মসাতের জন্য জালিয়াতি ও অর্থ পাচারের মাধ্যমে ভুয়া রেকর্ড তৈরি করার অভিযোগ আনা হয়েছে।
দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের কয়েকটি ধারায় মামলাটি করা হয়। মামলাটি আসলে এর আগে দায়ের করা হয়েছিল এবং প্রমাণের অভাবে ২০২২ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে নতুন করে অগ্রগতির ফলে এটি পুনরায় চালু হয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি মামলার আসামিকে দুদকে পদায়ন গ্রহণযোগ্য নয়: টিআইবি