স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী, ন্যাশনাল ইমিরেটাস বিজ্ঞানী ও বিশিষ্ট কৃষি সংগঠক ড. কাজী এম বদরুদ্দোজা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ড. কাজী এম বদরুদ্দোজা আজীবন এদেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের কল্যাণে কাজ করে গেছেন। তার সৃষ্টি ও কর্মের জন্য জাতি তাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কাজী পেয়ারার জনক মরহুম ড. কাজী এম বদরুদ্দোজা।
আরও পড়ুন: বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক