সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক স্টেট সেক্রেটারি ডিয়ানা জানসে এবং রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সুইডেনের সহায়তাপুষ্ট ওয়াটারএইড বাংলাদেশের প্রকল্পগুলো পরিদর্শন করেছেন।
গত সোমবার (৯ অক্টোবর) প্রকল্পগুলো পরিদর্শন করেন তারা।
এ সময় ডিয়ানা জানসে ঢাকার মহাখালী মডেল হাই স্কুল পরিদর্শন করেন, যেখানে ওয়াটারএইড ও তার সহযোগী সংস্থা সবার জন্য নিরাপদ পানি, লিঙ্গসমতা এবং প্রতিবন্ধীবান্ধব শৌচাগার (স্কুল-ওয়াশ) ব্যবস্থাসহ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এই স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী আশেপাশের বস্তি থেকে আসে। তাই শিক্ষার্থীদের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবার এবং কমিউনিটি কাছে স্বাস্থ্যবিধির ধারণা ছড়িয়ে দিতে এ সম্পর্কিত কার্যক্রম সাজানো হয়েছিল।
উল্লেখ্য, দুই বছর আগে মহাখালী মডেল হাইস্কুলে ওয়াশ অবকাঠামো নির্মাণের পর তা বিদ্যালয়টি নিজস্ব তত্বাবধানে পরিচালনার জন্য হস্তান্তর করা হয়।