ঢাকায় মার্কিন দূতাবাস সচল রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 'জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থানের' অনুমতি দেওয়া হয়েছে বলেও জানায় দেশটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার ও অন্যান্য সেবা দিতে দূতাবাস খোলা রয়েছে।’
তিনি বলেন, মার্কিন নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা অবশ্যই তাদের প্রথম অগ্রাধিকার।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে পারে: হাছান মাহমুদ
বুধবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মিলার বলেন, 'যদি কোনো মার্কিন নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন এবং তারা যদি কোনো বিষয়ে আলোচনা করতে চান, তাহলে আমরা আমাদের দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।’
মিলার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, 'কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম, ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।’
শিগগিরই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি মিশনের কর্মকর্তাদের বাংলাদেশ ছাড়ার প্রয়োজন নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দেশে এমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না যাতে তাদের (বিদেশিদের) বাংলাদেশ ছাড়তে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশে টেলিযোগাযোগ বিঘ্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ