হঠাৎ অসুস্থ হয়ে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর কারণ এখনও স্পষ্ট নয়।
মৃত্যুর সুস্পষ্ট কারণ জানতে অপেক্ষা করতে হবে বলেও জানায় পুলিশ।
নিহতরা হলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক নাজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম।
পুলিশ জানায়, বুধবার বিকেলে আহসানকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার স্ত্রীও মারা যান।
আরও পড়ুন: সিলেটের কৈলাশটিলায় আরও ১.৬ টিসিএফ গ্যাস পাওয়া যাবে: প্রতিমন্ত্রী
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, আহসান ও তার স্ত্রী মিরপুর-২ সরকারি কর্মকর্তাদের স্টাফ কোয়ার্টারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বুধবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে তার স্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
তাদের হঠাৎ অসুস্থতার কারণ জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার