ঈদকে ঘিরে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। দীর্ঘ ছুটি কাটাতে কয়েকদিন ধরেই রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। তবে আজ থেকে শুরু হয়েছে ১০ দিনের লম্বা ছুটি। তাই সড়কে পড়েছে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ।
বৃহস্পতিবার সাভার ও আশেপাশের শিল্প এলাকা থেকেও রওনা হন হাজার হাজার মানুষ। তাদের বেশিরভাগই তৈরি পোশাক শ্রমিক। তবে পথে তাদের পড়তে হয়েছে তীব্র যানজটে, সঙ্গে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।
যানবাহন ও যাত্রীর সংখ্যা অত্যধিক বৃদ্ধির কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
ঈদের কারণে বাড়তি যাত্রীর চাপের সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে।
অনেক যাত্রীকে কেবল জায়গা নিশ্চিত করার জন্য অনেক বেশি ভাড়ায় আসন বুক করতে দেখা গেছে। সকাল থেকেই সাভার এবং আশেপাশের এলাকার পরিবহন কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।
আরও পড়ুন: মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা