রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পারুল আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত পারুল আক্তারের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাওয়া কান্দি গ্রামে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল ভোররাতে ঢাকা উদ্যান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফিমেল এইচডিইউতে তিনি মারা যান। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া তার ইনহেলেশন বার্নও ছিল।
এর আগে, গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের বি-ব্লকের হক ভিলা নামে একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে ভর্তি করা হয়।
পানির মোটরের সুইচ দিতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন পারুল আক্তার।