গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) অধীনে সোমবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচটি) সেন্ট্রাল কোর্ডিনেশন কমিটি পরিচালক ওমর শরীফ ইবনে হাসানের মধ্যে এ অনুদান চুক্তি সাক্ষরিত হয়।
এর আগে ‘ঢাকা জেলা নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বাবস্থায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ’ প্রকল্পের অধীনে অনুদান গ্রহণ করে ডিসিএইচটি।
আগামী ৩-৫ বছরের মধ্যে বাংলাদেশে ভিন্ন চিত্র আসবে: জাপান
জনসাধারণের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যসেবা বিতরণ পরিষেবা খাতে দক্ষ মানবসম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট।
জিজিএইচএসপি অনুদানের আওতায় নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা প্রদানের লক্ষ্যে ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও স্থাপন করা হবে। একইসাথে শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে এমন নবজাতক ও শিশুদের এই প্রকল্পের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা সহায়তা দেয়া হবে।
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে জাপানের নিপ্রো যোগ দিয়েছে জেএমআই গ্রুপের সাথে
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য জিজিএইচএসপি’র মাধ্যমে ১৯৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে জাপান সরকার।
ইতোমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে মোট প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।