ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ৬’শ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ।
গোপন তথ্যের ভিত্তিতে, শনিবার দুপুরে সৌদি আরব থেকে আগত এসভি ৩৫৮০ ফ্লাইটের যাত্রী জয়নাল আবেদিনের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক জয়নাল আবেদিনের বাড়ি নোয়াখালঅ জেলায়।
আরও পড়ুন: সাতক্ষীরায় পাচারকালে স্বর্ণের বারসহ আটক ১
যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় ২ জনের যাবজ্জীবন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাগে থাকা স্বর্ণের কথা অস্বীকার করলেও, তার ব্যাগ মেশিনে পরীক্ষা করে চার্জার লাইট, খেলনা এবং ফ্লাস্কের ভিতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
জয়নাল আবেদিনকে বিমান বন্দর থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার।