রাজধানীর যাত্রাবাড়ী, রাজশাহীর পুঠিয়া ও গাজীপুরের টঙ্গী এলাকায় দুটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) রাতে এসব যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রবিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকায় রাত ৯টা ৫২ মিনিটের দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকার গুলিস্তানে বাসে আগুন
পুলিশি পাহারায় আগুন নেভায় দমকল বাহিনীর দুটি ইউনিট।
এদিকে গাজীপুরের টঙ্গীর মীরের বাজারের গাউছিয়া রোড এলাকায় রাত ১০টা ৫৮ মিনিটের দিকে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা