সোমবার ঢাবির শিক্ষক-ছাত্র কেন্দ্রের সামনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থী ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় ঢাবির সিনেট সদস্য অধ্যাপক অসীম সরকার বলেন, দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে একই দিনে সরস্বতী পূজা হওয়ায় শিক্ষার্থীরা সাবলীলভাবে পূজা পালন করতে পারবে না। কেননা ঢাকার এ নির্বাচনে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
তিনি বলেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক যে নির্বাচন কমিশন (ইসি) আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটির ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে। নির্বাচনের তারিখ পরিবর্তন করতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের দাবির পরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
অধ্যাপক অসীম সরকার বলেন, সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি বড় উৎসব। পূজা পালনে ঢাবির জগন্নাথ হলে সবসময়ই বড় পরিসরে এর আয়োজন করা হয়ে থাকে।
‘আমরা একই দিনে দুটি উৎসব পালন করতে পারি না’ দাবি করে অসীম সরকার আরও বলেন, একই দিনে পূজা এবং নির্বাচন আয়োজন করলে নিরাপত্তা ও সনাতন ধর্মাবলম্বীদের পূজা পালনে বিভিন্ন ধরনের সমস্যায় পরতে হবে।
এদিকে, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে, নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন।