ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ইউনিয়নের চার নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মইন আহমেদ, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের উপ-সম্পাদক তাজমীর তাজওয়ার শুভ্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার শিহাব।
আহতদের প্রথমে বিএসএমএমইউ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘমল্লার বসুর বাম চোখে গুরুতর আঘাত পাওয়ায় তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা টিএসসিতে চা খাচ্ছিলেন। রিকশায় করে বের হওয়ার সময় শাহবাগ এলাকায় মেঘমল্লার বসু ও শুভ্রের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাকিদেরও আলাদাভাবে মারধর করা হয়।
আরও পড়ুন: বিএনপির অবরোধ: ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মেঘমল্লার বাম চোখে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিমুল কুমভাকর বলেন, 'বিনা কারণে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে ঢাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলাকারীদের কাউকে শনাক্ত করা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমি ঘটনাস্থলে ছিলাম না। মেঘমল্লার বসু হয়তো তাদের চেনেন, কিন্তু তার অবস্থা কথা বলার মতো ভালো নয়। তবে আমি নিশ্চিত যে, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরাই এ হামলা চালিয়েছে।’
অনেক চেষ্টা করেও সৈকতের মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকেও ফোন করা হলে তিনি সাড়া দেননি।
আরও পড়ুন: 'জাতীয় শিক্ষাক্রম ২০২১' শীর্ষক প্যানেল আলোচনায় ঢাবি কর্তৃপক্ষের বাধা