ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম সঞ্জয় পাল জয়।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক বার্তায় তাকে গ্রেপ্তারের কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত শনিবার ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের তিন চিকিৎসক লাঞ্ছিত হন। হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন চিকিৎসকরা।
তবে নিজেদের নিরাপত্তা নিয়ে হতাশা ও উদ্বেগ প্রকাশ করে সময়সীমা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শনিবার রাতেই হামলায় জড়িত চারজনকে আটক করে সেনা সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মারা যান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) ছাত্র আহসানুল হক দীপ্ত (২৩)। তার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকাল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
একই দিনে খিলগাঁওয়ের সিপাহীবাগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত এক গ্রুপ ঢামেকে চিকিৎসা নিতে আসে। এরপর অন্য গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসে হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হয়। এসময় চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।
একই সময়ে, বিষপান করা এক ব্যক্তি চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিক্রিয়ায় জরুরি বিভাগের কক্ষ ভাঙচুর করে মৃতের আত্মীয়-স্বজনরা।
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে পরদিন রবিবার ঢামেকসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করা হয়। সেদিনই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য তাদের কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করেন আন্দোলনরত চিকিৎসকরা।