রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি গেটের কাছে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা না কি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, 'অবহেলার কারণে নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্ত চলছে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
শনিবার (১৩ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আগুন নেভাতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা তুলে ধরেন ডিএমপি কমিশনার। এ সময় সংযোগ সড়কের অনুপস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ঢাকার অর্ধেক ভোটকেন্দ্র 'ঝুঁকিপূর্ণ': ডিএমপি কমিশনার
তিনি জোর দিয়ে বলেন, তদন্তের সময় বস্তি এলাকায় পানি, বিদ্যুৎ ও যাতায়াতের মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অপর্যাপ্ততার দিকেও মনোনিবেশ করা হবে।
হতাহতদের বিষয়ে রহমান বলেন, বেশি পুড়ে যাওয়ায় লাশগুলো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। ‘আমরা তাদের পরিচয় নিশ্চিত করতে পরীক্ষার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেছি।’
শনিবার ভোরে কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। পরে দমকল বাহিনীর সদস্যরা দু'টি পোড়া লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনীর ১৩টি ইউনিট পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
ডিএমপি কমিশনার আরও জানান, এ ঘটনার পর থেকে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া লাশগুলো নিখোঁজ ব্যক্তিদের হতে পারে। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।