পুরাণ ঢাকার তাঁতিবাজারে একটি মন্দিরে চকলেট বোমা ফাটিয়ে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে অভিযুক্তরা এ ঘটনা ঘটায়।
আটকরা হলো- আকাশ (২৩), মো. হৃদয় ও মো. জীবন (১৯)।
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন জানান, আটককৃতরা শুক্রবার রাত ৮টার দিকে চকলেট বোমা ফাটিয়ে প্রথমে আতঙ্কের সৃষ্টি করে। পূজায় অংশ নেওয়া দর্শনার্থীরা দিগ্বিদিক ছুটাছুটি করলে ছিনতাই শুরু করে। এরপর তাদের সঙ্গে ধস্তাধস্তি করলে তারা ছুরিকাঘাত করে দর্শনার্থীদের। এসময় তাদের তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআই লিটন আরও জানান, আহতদের চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের কাছে একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানানো হয়, আটকরা সবাই টোকাই। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসল ঘটনা কি ছিল। তবে এখনো আমরা নিশ্চিত না এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা। তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীর হাতে কাচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ আটক ৭