সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
বুধবার এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে সরকার।
গেজেট অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অনেকের মৃত্যু ও আহত হওয়ার পর উদ্ধারকাজে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: ৯০০০ জনের বেশি নিহত
অ্যাসোসিয়েটস প্রেস (এপি) একটি প্রতিবেদনে বলেছে বেঁচে যাওয়া লোকদের খুঁজে পাওয়ার আশা ছাড়লেও সম্প্রসারিত উদ্ধারকারী দল তুরস্ক এবং সিরিয়ায় রাতভর পরিশ্রম করেছে। বিপর্যয়কর ভূমিকম্পে ভেঙে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছে তারা। এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার অতিক্রম করেছে।