কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া তাদের ব্যাপক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার উপায় খুঁজতে সম্মত হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তৃতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ (এফএমসি) এ তারা এ বিষয়ে সম্মত হয়। এ সময় দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য ও জৈবপ্রযুক্তি এবং অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা গভীরতর করতে সম্মত হয়েছে। এদের মধ্যে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনও রয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক প্রথম ভাইস-মিনিস্টার চোই জং কুন আলোচনায় নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এলডিসি থেকে উত্তরণসহ বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করে কোরিয়ার ভাইস-মিনিস্টার বাংলাদেশের অগ্রাধিকার খাতে তাদের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।