প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের মহান ত্যাগের চেতনায় দেশ পরিচালিত হওয়ায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, 'একুশে ফেব্রুয়ারি (ভাষা আন্দোলন) এবং মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের জনগণ যে মহান ত্যাগ স্বীকার করে নিয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। একারণে আজ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’
বৃহস্পতিবার সকালে ঢাকায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় তেজগাঁওয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের জনগণ তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রত্যক্ষ করেছে।
তিনি বলেন, 'গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের উন্নতি হয়েছে। কোনো আদর্শ অনুসরণ না করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এই আদর্শ আমরা শিখেছি ২১ ফেব্রুয়ারি থেকে।’
আরও পড়ুন: বাংলাদেশ যুদ্ধের বিপক্ষে, রক্ষা করা হবে সার্বভৌমত্ব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ জাতিকে কারো কাছে মাথা নত না করার আদর্শ নিয়ে চলতে শিখিয়েছিল। তিনি বলেন, ‘একুশ আমাদের মাথা নত না করে, মাথা উঁচু করে এবং আদর্শ নিয়ে চলতে শিখিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে তুলতে পারবে না। তিনি বলেন, 'এই প্রত্যয় নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। ‘ফলে জনগণ আমাদের নির্বাচিত করেছে, বারবার ভোট দিয়েছে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ইইউ প্রেসিডেন্টের অভিনন্দন, সহযোগিতার অঙ্গীকার