চাল ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। রবিবার তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করবে স্থানীয় সরকার বিভাগ।
শনিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, ‘আমরা আরও দুজন ইউপি চেয়ারম্যান ও তিনজন সদস্যের বিরুদ্ধে চাল ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি।’
তবে তারা কোন জেলার তা তিনি বলেননি।
তিনি বলেন, ‘অভিযোগ পাওয়াদের বরখাস্ত করে আগামীকাল মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’
চাল ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইতোমধ্যে ১২ ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানান সচিব।