কুমিল্লার সাম্প্রতিক ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের নেতাকর্মীদের উচিত প্রতিটি এলাকায় তাদের নজরদারি আরও জোরদার করা।’
বৃহস্পতিবার গণভবন থেকে আওয়ামী লীগের কুমিল্লা সিটি ইউনিটের জন্য কার্যত নবনির্মিত অফিস ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দলের নেতাকর্মীদেরকে 'শান্তি সম্মেলন' ও 'শান্তি মিছিল' বের করার উদ্যোগ নিতে বলেন যাতে কোন সংঘাত না ঘটে এবং মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের মত সকল ধর্মের মানুষ এই মাটিতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে।
তিনি বলেন, ‘কুমিল্লায় যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। ইসলাম কখনোই অন্য ধর্মকে হেয় করার অনুমতি দেয় না। নিজের ধর্মকে সম্মান করার পাশাপাশি অন্যের ধর্মকেও সম্মান করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি অন্য সম্প্রদায়ের ধর্মের অবমাননা করা হয়, তাহলে এটি শেষ পর্যন্ত নিজের ধর্মকে অপমান করা হয়। যদি আমরা কুমিল্লার ঘটনা বিশ্লেষণ করি, আমরা দেখব অন্য ধর্মের অবমাননা করতে গিয়ে আমাদের পবিত্র কোরআনকে অপমান করা হয়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক।’
আরও পড়ুন: পূর্বাচলে অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জনগণকে আইন নিজের হাতে না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি কেউ অপরাধ করে, অপরাধীদের বিচারের মুখোমুখি হতে হবে, সে যেই হোক না কেন।’
তিনি বলেন, ‘নবী (সা.) ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে বলেছেন। প্রত্যেককে অবশ্যই এটি জানতে হবে, মনে রাখতে হবে এবং অনুসরণ করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘যারা মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন তারা সব ধর্মের। সব ধর্মের মানুষ সেখানে রক্ত ঝরিয়েছে। সুতরাং, আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের।’
রংপুরের কুমিল্লা ও পীরগঞ্জে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্তদের শুকনো ও রান্না করা খাবার, কাপড় ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে।’
তিনি বলেন, ‘আমরা সব ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি করব। আমরা ইতোমধ্যেই এই পদক্ষেপ নিয়েছি, আওয়ামী লীগ সবসময় ভুক্তভোগীদের পাশে থাকে।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে কিছু মানুষ আছে যারা অগ্রগতি সহ্য করতে পারে না। পাকিস্তানের প্রতি ভালোবাসার কারণে। বিশেষ করে বিএনপি-জামায়াত এবং খালেদা জিয়া চায় না বাংলাদেশ মর্যাদার সাথে মাথা উঁচু করে এগিয়ে যাক।’