দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে ৭৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রেজিনা বেগম ধানগাঁও গ্রামের শাবদুল ইসলামের স্ত্রী।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, তার মাথায় দুটি আঘাতের চিহ্নও রয়েছে।
এছাড়া বসতঘরে ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং জমির দলিল, গহনা ও নগদ টাকা খোয়া গেছে।
তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।