রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত দুই দিনের অভিযানে ১ হাজার ৭৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ'র ট্রাফিক বিভাগ।
শনিবার(১৪ ডিসেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানের সময় ৫২টি গাড়ি জব্দ করা হয় এবং ৫৮টি গাড়ি র্যাকার লাগানো হয়।
আরও পড়ুন: মামলা নিতে না চাইলে ওসিদের এক মিনিটে বরখাস্ত করা হবে: ডিএমপি কমিশনার
বৃহস্পতিবার ও শুক্রবার (১২ ও ১৩ ডিসেম্বর) অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়নে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কর্মক্ষেত্র-বাচ্চার স্কুলের কাছে বাসা নেওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের