দেবোত্তর সম্পত্তি ভূমিহীনদের মাঝে বরাদ্দের বিষয়ে ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের সুপারিশকে ‘আত্মঘাতী’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐক্য পরিষদ বলছে, সংসদীয় কমিটির এ সুপারিশ সংবিধানের ১২, ২৮ ও ৪১ অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী।
বিবিবৃতিতে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক সুপারিশ সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত হলে তা এদেশের অপসৃয়মান সাম্প্রদায়িক সম্প্রীতিতে অধিকতর চিড় ধরাবে, ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুন্ন করবে, রাষ্ট্রের অন্যতম মূলনীতি ‘ধর্মনিরপেক্ষতা’কে অধিকতর ঠুনকো করবে, ধর্মের কারণে রাষ্ট্রীয় বৈষম্য বহুলাংশে বৃদ্ধি পাবে।
বিবৃতিতে পরিষদ ২০১৩ সালে দেবোত্তর সম্পত্তি রক্ষায় প্রণীত বিল খানিকটা সংশোধন করে চূড়ান্ত করে সংসদে উত্থাপনের জন্যে সরকারের কাছে জোর দাবি জানায়।
বিবৃতি দাতারা হলেন- ঐক্য পরিষদের সভাপতি সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিক, সাবেক সাংসদ উষাতন তালুকদার, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।