চার দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা শনিবার সকাল থেকে দেশব্যাপী পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মবিরতি শুল্ক ও মূসক (ভ্যাট) বিভাগের সকল অফিসে বাস্তবায়ন হয়েছে।
তবে কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলো এই কর্মসূচির আওতায় নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।
চার দফা দাবি–– এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগে বিভাজনের জন্য জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশগুলো এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে যথাযথ ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।
চলমান উত্তেজনা মোকাবেলায় কর্মসূচি চলাকালে এনবিআর সদর দপ্তরের বাইরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করার কথা জানান।
এনবিআর কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চলতি মাসের ১৪ মে থেকে কলম বিরতি কর্মসূচি শুরু করে। প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব আসায় ১৯ মে তা স্থগিত করা হয়।