সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে আবাদযোগ্য লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে গবেষণা করে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষকরা।
শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নিজস্ব ট্রান্সজেনিক গ্রিনহাউস ল্যাবে গবেষকদের অংশগ্রহণে ধানের এই নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে।
সংশ্লিষ্টরা জানান, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) অর্থায়নে পরিচালিত জীব প্রযুক্তি ব্যবহার করে এই লবণ সহিষ্ণু ধান উদ্ভাবনে গবেষণা করা হয়। গবেষণায় ইতোমধ্যে ট্রান্সজেনিক ধান উদ্ভাবন করে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন শাবিপ্রবির উপাচার্য
এছাড়াও, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের যৌথ গবেষণায় লবণ সহিষ্ণু ধান উৎপাদনের গবেষণার নতুন নতুন কার্যক্রম চলছে।
বন্য ধান থেকে লবণ সহিষ্ণু তিনটি জিন নির্ণয় করা হয়। যা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ধানের উন্নত জাতের মধ্যে প্রবেশ করিয়ে লবণ সহিষ্ণু ট্রান্সজেনিক ধান উৎপাদন করা হবে। শুধু ধান নয়, অন্যান্য ফসলের ক্ষেত্রেও লবণ সহিষ্ণুতার বিষয়টি নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।