নটরডেম ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৩ এ আইডিয়াথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর এডুকেশনাল টেকনোলজি বিভাগের ২০২০-২১ সেশনের ৩ শিক্ষার্থী।
শনিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
চ্যাম্পিয়ন শিক্ষার্থীরা হলেন- সিয়াম উল আলম, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ও শেখ সোলাইমান ছনি।
তাদের টিমের নাম ‘দ্য ফ্লাইং ডাচম্যান’ এবং তাদের প্রজেক্টের নাম ‘সাসটেইনেবল ঢাকা সিটি’।
এ সময় নটরডেম ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৩ এ আইডিয়াথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের এডুকেশনাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সিয়াম উল আলম, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ও শেখ সোলাইমান ছনি-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
টিম ‘দ্য ফ্লাইং ডাচম্যান’কে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য টিমের সদস্যরা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা সব ধরনের সহযোগিতার জন্য বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।