প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শপথের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, শনিবার প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। তার পদত্যাগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।
তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ