বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- বাসের হেলপারের নাম বাবু মিয়া (২৪) এবং বাসযাত্রী মাহাবুব তালুকদার (৩৮)। মাহবুব আদমদীঘি উপজেলার সান্তারহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, সিয়াম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল দুটিতে বাসের ধাক্কা লাগে। এরপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটি বাসের ধাক্কায় সামনে গড়িয়ে গিয়ে আরও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাসযাত্রী মাহাবুব তালুকদারের মৃত্যু হয়।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত