দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের হেফাজত থেকে জানালার রড ভেঙে পলাতক আসামি রয়েলকে আবারও গ্রেপ্তার করতে করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ইনচার্জ আব্দুল মতিন জানান, বিশেষ অভিযান চালিয়ে পলাতক রয়েলকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছেন তারা।
রয়েল(৩০) ৯ নম্বর কুশদহ ইউনিয়নের কাজীপাড়ার মৃত ছাকাত আলীর ছেলে।
আরও পড়ুন: পুলিশ ফাঁড়ির জানালার রড ভেঙে পালালো আসামি
জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ ২৩ মার্চ রাত সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জের ৯ নম্বর কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে রয়েলকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি কক্ষে বন্দী রাখা হয়েছিল। কোনো এক সময়ে জানালার রড ভেঙে পালিয়েছিল সে।
পুলিশ কাস্টডি থেকে পালিয়ে পার্বতীপুর মধ্যপাড়ায় জনৈক আমিনুলের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি। গত সোমবার রাতে তাকে আবারও গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।