নরসিংদীর শিবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত দ্বীন ইসলাম (৩৮) উপজেলার পাটুয়ারপাড় এলাকার মোসেল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের এক খণ্ড জমির মালিকানা নিয়ে নিহত ও তার দূর সম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিষয়টিকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে ‘হত্যার ষড়যন্ত্র’ করছে সরকার: বিএনপি
এর জের ধরে আনোয়ার ও তার সহযোগীরা দ্বীন ইসলামের উপর হামলা করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় আনোয়ার হোসেনও আহত হন। পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে একজন খুন ও আরেকজন আহত হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মতলবে মামাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে