বিএনপি অভিযোগ করে বলেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুধুমাত্র ‘আইওয়াশ’। ক্ষমতাসীন দলের লোক হওয়ায় এই কারখানার মালিককে বাঁচানোর চেষ্টা চলছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক মানবন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, সরকার তদন্তের নামে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা শুধুমাত্র আইওয়াশ।’
আরও পড়ুনঃ রূপগঞ্জে আগুন: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন ৪ দিনের রিমান্ডে
মানববন্ধনে রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন প্রাণহানির জন্য হাশেম ফুডসের মালিক ও দায়ী অন্যদের শাস্তির দাবি জানানো হয়। অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনে অর্থ সহায়তা নিশ্চিতের দাবিও জানানো হয়।
প্রিন্স বলেন, ‘জনগণের দাবির মুখে সরকার এই কারখানার মালিক আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে।’ ক্ষমতাসীন দলের এই নেতা কারাগার থেকে মুক্তি পেলে বা তাকে শাস্তি না দিলে সরকারকে জনগণের রোষানলে পড়তে হবে বলেও সতর্ক করেন এই বিএনপি নেতা।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আগুনে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: শ্রম প্রতিমন্ত্রী
তিনি বলেন, ‘মালিকসহ কারখানায় অগ্নিকাণ্ডের জন্য দায়ী সকলকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। যারা মারা গেছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারকে ন্যায়সঙ্গত অর্থের ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ আগুন, ৫২ লাশ উদ্ধার
তিনি সরকারের প্রতি প্রতিটি কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।