বিতর্কিত নারীবিষয়ক সংস্কার কিমশন ও এর প্রস্তাবিত ইসলামবিদ্বেষী ধারাসমূহ বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৩ মে) বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মাহানগর শাখা এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
কুমিল্লা মহানগর হেফাজতের ভারপ্রাপ্ত সভাপিত হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম বলেন ৯০ ভাগ মুসলমানদের এদেশে কোরআন সুন্নাহবিরোধী নারী কমিশনের সুপারিশ কোনোভাবেই বাস্তবায়ণ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ঢাকার শপলা চত্বরে যেভাবে রক্ত দিয়ে নাস্তিকদের অস্ফালন বন্ধ করা হয়েছে। প্রয়োজনে এদেশের তওহিদী মুসলমানগন আবারেও রক্ত দেবে তারপরও কোরআনবিরোধী নারী কমিশনের সুপাররিশ বাস্তবায়ন করতে দেবে না।
তিনি অন্তবর্তীকালিন সরকারকে হুঁশিয়ারি করে বলেন, কোরআন বিরোধী নারী কমিশনের সুপারিশসহ ঈমান ইসলামের সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ে এদেশের আলেম ওলামাগণের সঙ্গে মতবিনিময় ছাড়া সিদ্ধান্ত নিলে আপনাদের পরিণতি ভয়াবহ হবে।
হাফেজ ওয়ালী আরও বলেন, পশ্চিমাদের কৃষ্টি-কালচার মুসলমানদের দেশে আমদানি করার স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন, নতুবা জনতা আপনাদেরকে ক্ষমা করবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমানসহ আরও অনেকে বক্তব্য দেন।