নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘আনসাইলেন্সড: স্টোরিজ অব সারভাইভাল, হোপ অ্যান্ড অ্যাক্টিভিজম’ শীর্ষক একটি ডকুসিরিজ প্রদর্শন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে ইউএন উইমেন।
২৩ মিনিটের সিরিজটিতে বাংলাদেশ, ইকুয়েডর, সার্বিয়া, সলোমন দ্বীপপুঞ্জ ও উগান্ডার গল্প দেখানো হয়েছে।
কানাডা সরকারের পৃষ্ঠপোষকতায় ও ইউএন উইমেনের সহায়তায়, সুশীল সমাজের সংগঠনগুলোর নেতৃত্বে পলিসি অ্যাডভোকেসির একটি সফল প্রয়াসকে বাংলাদেশ অংশে তুলে ধরা হয়েছে।
এই অ্যাডভোকেসির একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে, প্রমাণ আইন ১৮৭২ এর ধারা ১৫৫ (৪) এর বৈষম্যমূলক ধারাগুলো বাতিল করে ২০২২ সালে বাংলাদেশের জাতীয় সংসদ (সংশোধন) বিল-২০২২ পাস করে।
সংশোধিত বিলটির মাধ্যমে বিচার চলাকালীন সময়ে জেরায় ধর্ষিত ব্যক্তির চরিত্র নিয়ে প্রশ্ন করা নিষিদ্ধ করা হয় এবং ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা অন্তর্ভুক্ত করা হয়। এটি জেন্ডার বেইজড সহিংসতার শিকার ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ধর্ষণের শিকার ব্যক্তিদের পুনরায় প্রশ্ন করে ট্রমাটাইজড করা -যা প্রায়শই 'দ্বিতীয় ধর্ষণ' হিসেবে উল্লেখ করা হয়। এটি সেটি থেকে রক্ষা করে।
ইউএন উইমেনের এ ডকুসিরিজ নারীর প্রতি সহিংসতা বন্ধে ও সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী প্রচারণার একটি অংশ। সারা বিশ্বের ১৬টি দেশের গল্প নিয়ে ৩ পর্বে নির্মিত সিরিজটি তুলে ধরেছে। সহিংসতার মূল কারণ, এর মানবিক প্রভাব এবং কীভাবে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার পদক্ষেপগুলো বিশ্বব্যাপী নারী ও মেয়েদের জীবনে পরিবর্তন আনতে পারে তাও তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইউ এন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন,‘নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতায় সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশও এগিয়েছে। কিন্তু এখনও নারী ও মেয়েদের প্রতি সহিংসতা নির্মূলে অনেক কাজ বাকি এবং আমরা এগুচ্ছি ও অনেক ধীরগতিতে। আন্তর্জাতিক নারী দিবস পালনের করার পাশাপাশি, আমি আশা করি ডকুসিরিজটি আমাদের মনে করিয়ে দেবে যে, নারীর প্রতি সহিংসতা নির্মূলে আমরা সকলেই দায়বদ্ধ।’
প্রদর্শনীর পর বাংলাদেশি নারীদের রেসিলিয়েন্স ও শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘ইনভেস্ট ইন ওমেন: এক্সিলারেট প্রোগ্রেস’ শিরোনামে একটি ফটো এক্সিবিশন উন্মুক্ত করা হয় ইএমকে সেন্টারে।
আরও পড়ুন: নারীদের দক্ষতা উন্নয়নে বিশেষায়িত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: সিমিন হোসেন
সারা দেশব্যাপি ইউ এন উইমেনের কার্যক্রম থেকে তুলে আনা বিভিন্ন ছবি দিয়ে এক্সিবিশনটি কিউরেট করেছেন শিল্পী এবং ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট মনোন মুনতাকা। এটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।
ইউ এন উইমেনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং হেড অব কো-অপারেশন, মারিয়া স্ট্রিডসম্যান বলেন, ‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতার যে বিভিন্ন রুপ ও ভয়ংকর পরিসংখ্যান উঠে এসেছে এই ডকুসিরিজে, তা বিশ্বব্যাপী বিদ্যমান ক্ষমতার ভারসাম্যহীনতার এক জটিল চিত্র তুলে ধরে। পাশাপাশি আজকের এক্সিবিশনের ছবিগুলোর মতো নারীদের শক্তি ও ক্ষমতা এবং তার অবস্থা পরিবর্তনে তাদের ভূমিকা এবং পরিস্থিতি সংশোধনে পুরুষদের ভূমিকার কথাও উঠে এসেছে এই সিরিজে।’
সারাদেশে উন্নয়ন সহযোগী, সুশীল সমাজের প্রতিনিধি, নারীবাদী, মানবাধিকার কর্মীসহ প্রায় ৫০ জন এই প্রদর্শনী এবং ফটো এক্সিবিশনে অংশ নেন।
আরও পড়ুন: নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি: বক্তারা