ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. মহিদ উদ্দিন বলেছেন, যারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছে তারা কখনোই সফল হবে না।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরবাসীর জীবন রক্ষা ও তাদের সম্পদ রক্ষায় পুলিশ অঙ্গীকারাবদ্ধ।
এটি আমাদের দায়িত্বের অংশ এবং পুলিশ এই দায়িত্ব পালনে অবিচল ছিল এবং থাকবে।
মহিদ উদ্দিন বলেন, যারা নাশকতার সঙ্গে জড়িত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করা।
আরও পড়ুন: ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়কালে ভুয়া পুলিশ আটক
তিনি বলেন, যারা বাসে আগুন দেয় তারা মূলত যাত্রীর ছদ্মবেশে বাসে ওঠে এবং পেট্রল দিয়ে আগুন দেওয়ার পর তারা দ্রুত নেমে যায়।
মাঝে মাঝে তারা অল্প দূর থেকে কিছু ছুড়ে ফেলার চেষ্টা করে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন চেকপোস্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, যারা নাশকতামূলক কর্মকাণ্ড করছে তারা যেখানেই থাকুক না কেন তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: ২৮ অক্টোবর কনস্টেবল হত্যা মামলায় চট্টগ্রাম যুবদল নেতা গ্রেপ্তার