ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নিখোঁজের ২০ ঘন্টা পর সুমাইয়া আক্তার (৮) শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের ১ নং ওয়ার্ড থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
শিশু সুমাইয়া গুনিয়াউক ইউনিয়নের মৃত আছমত আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ মে) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে গ্রামের মাইকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে নিহতের মায়ের দোকান ঘরের ছাদের উপর আম পাড়তে যায় স্থানীয় অপর এক শিশু। তখন সুমাইয়ার লাশ ছাদের উপর পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার
গুনিয়াউক গ্রামের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মালেক মিয়া বলেন, সুমাইয়ার বাবা নেই। তার মা হোসনা বেগম নিজ বাড়িতে দোকান ঘর দিয়ে ব্যবসা করে পরিবার চালায়। মায়ের দোকান ঘরের ছাদ থেকে আম পাড়তে যায় গতকাল ১১টার দিকে। এরপর থেকে সে নিখোঁজ। আজ সকাল বেলায় তার লাশ দোকানের ছাদ থেকে নামানো হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, জানতে পেরেছি নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া নামের এক শিশু মারা গেছে।
আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: সিলেটে একদিনের ব্যবধানে ২ লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক