বর্তমান এমপি ওয়ারেসাত হোসেন বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং টানা তিন বার এ আসনের সংসদ সদস্য।
গত ১২ জুন নির্বাচন কমিশন থেকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মামলা দায়েরের একটি চিঠি পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ প্রথম ধাপের পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মাছুদ আলম তালুকদারের পক্ষে অবস্থান নেন এমপি বেলাল। অপর প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাংসদকে আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু পরবর্তীতে সাংসদ নির্দেশনা অমান্য করে নির্বাচনের তিন দিন আগে আবারও নিজ নির্বাচনী এলাকায় অবস্থান নেন। তাতে নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করে।
এ ব্যাপারে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মোতাহসিম বলেন, পূর্বধলা উপজেলার নির্বাচন স্থগিত করার পর নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন। সংসদ সদস্য কর্তৃক একজন প্রার্থীর পক্ষে প্রচার চালানো ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণসহ প্রতিবেদন দাখিল করা হয়।
সেখানে এমপির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনার অংশ হিসেবে পূর্বধলা থানায় অভিযোগটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলা যায়নি। পরে ওসি (তদন্ত) মিজান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে বলে তিনি জানান।
গত ১০ মার্চ নির্বাচনের দু’দিন আগে গত ৮ মার্চ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে জানা গেছে, নির্বাচন ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচালনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে বিধায় পূর্বধলাসহ তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। সেই নির্দেশনায় এ উপজেলায় নির্বাচন স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে পূর্বধলা উপজেলায় ১৮ জুন পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি। নির্বাচনের ২ দিন আগে ১৬ জুন রবিবার এ আসনের এমপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে একজন হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম (সুজন) ও বিদ্রোহী প্রার্থী মাছুদ আলম তালুকদার (টিপু)।