শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও আইটেসারেক্টের উদ্যোগে আয়োজিত বহুল প্রত্যাশিত ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (২৩ জুলাই) বেলা ৩ টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে। সবার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত (স্টিম)-এ শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের জন্য এই জমকালো অনুষ্ঠানটি সারাদেশের ছয়টি স্তরের শিক্ষার্থীদের একত্র করবে।
আরও পড়ুন: শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিক্ষামন্ত্রী ও ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা ইউজিসি'র সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেম ও স্টিম শিক্ষার প্রসারে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করেন প্রফেসর সাজ্জাদ।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘অলিম্পিয়াডটি একটি নবযাত্রার সূচনা করবে। যেখানে সকল স্তরের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, সমস্যা সমাধানের ক্ষমতা এবং বিভিন্ন স্টিম বিষয়ে দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবে। এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র একাডেমিক শিক্ষাকে উৎসাহিত করে না; বরং প্রতিযোগিতা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চেতনাকেও উৎসাহিত করে’।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ তরুণদের প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য একটি অসাধারণ আয়োজন।
এছাড়া উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংস্কৃতি গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন বলে শিক্ষাবিদগণ অভিমত ব্যক্ত করেন।
৬টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট ৮টি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
নিম্নোক্ত লিংকে প্রবেশ করে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা ও রেজিস্ট্রেশন করা যাবে:
https://nationalsteamolympiad.com
আরও পড়ুন: আগামী বছর থেকে পুনর্বিন্যাস করা সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী