নড়াইলের লোহাগড়ায় বিল থেকে এক অজ্ঞাতব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় বিলের মধ্যে তিলখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) দুপুরে বিলের মধ্যে তিল কাটতে গিয়ে একটি মানুষের কঙ্কালের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সাখওয়াত হোসেন নামের এক ব্যক্তি। পরে, লোহাগড়া পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: শাহরাস্তিতে পুকুরে বিষাক্ততায় ভেসে উঠছে মরা মাছ
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ওই কঙ্কালটি নারী নাকি পুরুষ—তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’