নড়াইলে মাদক কেনাবেচার মামলায় বিপ্লব হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিপ্লব (৩২) যশোরের শার্শা উপজেলার বাগআচড়া-সাতমাইল এলাকার সুলতান আহমেদের ছেলে।
আরও পড়ুন: দুদকের মামলায় তুফান সরকারকে ১৩ বছর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী জিয়াউর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২০১২ সালের ১০ জুলাই দুপুরে পুলিশ নড়াইল-যশোর সড়কের বাশভিটায় নড়াইলগামী একটি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় বিপ্লবকে আটক করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না বিপ্লব।
আরও পড়ুন: পুলিশকে মারধরের দায়ে ব্যতিক্রমী কারাদণ্ড