পটুয়াখালীর বাউফল উপজেলায় কিশোর গ্যাং সদস্যরা ছুড়িকাঘাত করে দুই এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে আরও একজন।
বুধবার দুপুরে এই হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে, তুচ্ছ বিষয় নিয়ে বিকেল ৪টার দিকে স্কুলের দক্ষিণ পাশে অবস্থিত একটি ব্রিজে নবম শ্রেণির শিক্ষার্থীরা তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।
নিহতরা হলেন নাফীস (১৬) এবং মারুফ (১৫)। দুজনকেই আহতাবস্থায় হাসপাতালে নেয়ার সময় মারা যান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ‘কিশোর গ্যাং’ এর ৪ সদস্য গ্রেপ্তার
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠান। ‘আমি সহ বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ‘খবর শুনেছি। বরিশালে হাসপাতালে নেয়ার পথে নাফীস ও মারুফ নামে দুই ছাত্র মারা গেছে। আহত ছাত্র সিয়াম(১৫) বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
আরও পড়ুন: কিশোর গ্যাং বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী