বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর দৈনিক দেড় কোটি টাকার চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র বলছে, পরিবহন সংক্রান্ত ফি ও লেভিসহ নিয়মতান্ত্রিক চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করা হচ্ছে।
দেশের পরিবহন খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব এনায়েত উল্লাহর বিরুদ্ধে নানা অজুহাতে পরিবহন খাত সংশ্লিষ্টদের (মালিক ও চালক) কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।
তদন্তটি বেআইনী আর্থিক সুবিধা গ্রহণ সম্পর্কে খাত সংশ্লিষ্টদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে। এনায়েত উল্লাহর আর্থিক নৈতিক সুবিধা গ্রহণের কারণে পরিবহন মালিক-চালক এবং যাত্রীরা সমানভাবে প্রভাবিত হয়েছেন।
আরও পড়ুন: পূর্বাচলের প্লট বরাদ্দ: হাসিনাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা