পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ও বিকালে সাঁথিয়া ও সুজানগর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো-সুজানগর পৌরসভাধীন চরভবানীপুর এলাকার মো. আনিছুর রহমান শেখের ছেলে মোস্তাকিম হোসেন (৩) এবং সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের চর পাড়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে মন্টু শেখ (৫৫)।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে সুজানগর পৌরসভার চরভবানীপুরে শিশু মুস্তাকিম জালাল উদ্দিন খানের দোকানের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করছিল। এ সময় পদ্মা নদীর চরাঞ্চল থেকে অবৈধ বালু বহন করে উপজেলা সদরের দিকে আসা একটি হ্যারো গাড়ি শিশু মোস্তাকিমকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে বিকাল সাড়ে ৪টার দিকে সাঁথিয়া-ঢাকা মহাসড়কের শোলাবাড়ীয়া মোড়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মন্টু শেখ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু শেখ নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে আসার পথে মহাসড়কে উঠার সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস নামের একটি যাত্রিবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করছে।
আইনুনাগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।