পাবনায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার মুনশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করছে স্থানীয়রা।
নিহত শারমীন শিলা (৩২) ওই গ্রামের রানাউর রহমানের স্ত্রী। আটক সুমন আলী (৩০) একই উপজেলার সরাইকান্দি গ্রামের আজগর আলীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিজ বাড়ির ছাদে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, মুনশিদপুর গ্রামে একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন তারা। ভোরে অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে শারমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকারে স্বামী রানাউর রহমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে হামলাকারী। ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী সুমনকে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন নিহতের স্বামী। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। তবে ঘটনাস্থলেই ওই নারী মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত স্বামী রানাউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অভিযুক্ত সুমনকে পুলিশি পাহারায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় ধান কাটা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ফিরোজ কবির জানান, হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।