পাবনায় মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকার ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সদ্য শুরু হওয়া বছরের এপ্রিল মাসে এসএসসি পরীক্ষায় বসতেন ইয়াসিন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এমন সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে সংকাটপন্ন অবস্থায় রাস্তার উপর পড়েছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে লাশ রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার