কমন ফান্ড ফর কমোডিটিজের (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় সাবেক রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ডেপুটি-প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, সোমবার (২৭ মে) গণভবনে শেখ মুহম্মদ বেলাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে শেখ হাসিনা বর্তমান সময়ে অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন।
দেশের রপ্তানি বাড়াতে পাট ও পাটজাত পণ্যসহ পণ্যের বাজার খুঁজে পেতে বাংলাদেশকে সহায়তা করতে সিএফসির ব্যবস্থাপনা পরিচালকের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সিএফসি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক একটি আর্থিক সংস্থা। এটির ১০১টি সদস্য রাষ্ট্র এবং ৯টি প্রাতিষ্ঠানিক সদস্য রয়েছে।
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত সিএফসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয় চার বছরের মেয়াদে পুনর্নির্বাচিত হন শেখ মুহম্মদ বেলাল। তার পুনর্নির্বাচিত হওয়া দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বেলাল সিএফসিতে আন্ডার সেক্রেটারি জেনারেলের পদমর্যাদা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম এই দায়িত্ব পান তিনি এবং ২০২৩ সালের ডিসেম্বরে তার প্রথমবারের চার বছরের মেয়াদ শেষ করেন।
শেখ মুহম্মদ বেলাল সিএফসিতে দায়িত্ব পালনের আগে ২০১৪ সালের মার্চ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসসহ ক্রোয়েশিয়া প্রজাতন্ত্র এবং বসনিয়া ও হার্জেগোভিনায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।